শৈত্য নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারী ২০, ২০২২

শৈত্য নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা


 



নিজস্ব প্রতিবেদকঃ


আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে বলা হয়েছে, আজ থেকে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শুরুতে সিলেট বিভাগ, এরপর উত্তর-পূর্বাঞ্চল হয়ে সারাদেশে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টি শেষে বেশ কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।


গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে নাজমুল হক।



তিনি আরও বলেন, সিলেট বিভাগে এই বৃষ্টিপাত শুরু হবে। এরপর তা অন্যান্য অঞ্চলে ছড়াবে। তবে সারাদেশে ২৩ থেকে ২৫ জানুয়ারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।


এর আগে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


কুয়াশার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরপশ্চিমাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।


দেশের উত্তরপশ্চিমাঞ্চলের কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আগামী দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসে দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাসের কথা বলা হয়েছে। আর পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে সারাদেশে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। গতকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here