জনাব ছত্তার মাস্টার |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
আজ ২৬ জানুয়ারী আদমদীঘি ঈশ্বর.পূর্ণ.জয় (আইপিজে) পাইলট উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক ও বিশিষ্ঠ সমাজ সেবক আব্দুস ছাত্তার মাষ্টারের ৫ম মৃত্যুবার্ষিকী।
তিনি ২০১৭ সালের ২৬ জানুয়ারী দিবাগত রাতে আদমদীঘির শিবপুর গ্রামে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মরহুমের মৃতুবার্ষিকী উপলক্ষ্যে পারিবারিক ভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে মরহুমের ছেলে জাকির হোসেন মুকুল জানান।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ