টেকনাফে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারী ০৫, ২০২২

টেকনাফে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

টেকনাফে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার
টেকনাফে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার 




নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজাররে টকেনাফরে সাবরাং লবণরে মাঠ সংলগ্ন স্লুইস গইেট এলাকায় একটি ব্যাগরে ভতের থকেে ৫ কোটি টাকার মূল্যরে এক কজেি ক্রস্টিাল মথে আইস  উদ্ধার করছেে র্বডার র্গাড বাংলাদশে (বিজিবি)। 

মঙ্গলবার (৪ ডসিম্বের) উপজলোর সাবরাং ইউনয়িনরে ঐ এলাকা থকেে আইসগুলো উদ্ধার করা হয়। এসব তথ্য নশ্চিতি করছেনে টকেনাফ ২বিজিবি ব্যাটালয়িনরে অধনিায়ক লফেটন্যোন্ট র্কনেল শেখ খালদি মোহাম্মদ ইফতখোর।



 

তিনি জানান, টেকনাফ সাবরাং বিওপির একটি বিশেষ টহলদল দায়ত্বির্পূণ বিআরএম-০৪ হতে আনুমানিক এক কিলোমিটার পশ্চিমে লবণ মাঠ এলাকায় ৫ নম্বর স্লুইস গেইটরে নিচে মাদকদ্রব্য লুকায়তি রয়েছে এমন সংবাদ পেয়ে টেকনাফ ব্যাটালিয়ন সদর ও সাবরাং বিওপির বিশেষ টহলদল ঐ এলাকায় তল্লাশি অভযিান চালায়। তল্লাশি চলাকালীন স্লুইস গটেরে পানির নিচে পিলারের সঙ্গে লুকায়তি অবস্থায় কালো পলিথিনে মোড়ানো একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ব্যাগের ভিতর থেকে ৫ কোটি টাকার মূল্যের এক  কেজি ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।


তিনি আরো জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইসগুলো পরর্বতীতে উর্ধ্বতন র্কমর্কতা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের  উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে স্টোরে জমা রাখা হয়েছে।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 

Post Top Ad

Responsive Ads Here