মানিকগঞ্জে মাদকসহ ৪ আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারী ১৭, ২০২২

মানিকগঞ্জে মাদকসহ ৪ আটক

 

মানিকগঞ্জে মাদকসহ ৪ আটক
আটক ৪ মাদক ব্যবসায়ী


নিজস্ব প্রতিবেদকঃ

মানিকগঞ্জের সাটুরিয়া ও সিংগাইর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

আটককৃতরা মো. সেলিম মিয়া সিলন, মোঃ পান্নু মোল্লা, জোয়েল রানা ও নিতাই কুমার সাহা।


জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, রোববার এসআই আব্দুল কুদ্দুসের নেতৃত্বে সাটুরিয়া উপজেলার ভান্ডারী পাড়ায় অভিযান চালিয়ে জুয়েল রানা ও তার সহযোগী নিতাই কুমার সাহাকে ২৫ ইয়াবাসহ আটক করা হয়।


অপরদিকে এসআই শংকর চন্দ্র সরকারের নেতৃত্বে সিংগাইর উপজেলার কানাইনগর এলাকায় অভিযান চালিয়ে পান্নুমিয়া ও তার সহযোগী সেলিম মিয়াকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়।


তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here