নিজস্ব প্রতিবেদকঃ
জামালপুরের মাদারগঞ্জে ছোট ভাই মকবুল হোসেন হত্যা মামলার একমাত্র আসামি বড় ভাই জালাল উদ্দিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের খিলকাটি দক্ষিণপাড়া এলাকায় নিজ বাড়ির একটি আম গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৪ জানুয়ারি ছোট ভাই মকবুল হোসেন জালাল উদ্দিনের কোদালের আঘাতে গুরুতর আহত হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মাদারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরপর থেকে জালাল উদ্দিন পলাতক ছিলেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাড়ির আম গাছে জালাল উদ্দিনের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে।
মাদারগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মাহবুবুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জালাল উদ্দিন আত্মহত্যা করেছেন। আজ দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ