জন্ম ও মৃত্যুবরণ ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করার আহবান |
সালথা(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এসভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাত্ব্বুর, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম ও সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুজ্জামান।
এছাড়াও ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, আটঘর ইউপি চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান ইশারত হোসেন, যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিক মোল্যা সহ সকল ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য ও গ্রাম পুলিশের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আসলাম মোল্লা বলেন,-জন্ম-মৃত্যুর নিবন্ধন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী কেউ জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করলে ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করতে হবে। আইন অনুযায়ী এখন থেকে ইউনিয়ন পর্যায়ে এ নিবন্ধন করা বাধ্যতামূলক। ব্যক্তির জন্ম নিবন্ধনের পাশাপাশি তার মৃত্যুও নিবন্ধিত হওয়া আবশ্যক। টেকসই উন্নয়ন অভিষ্টের (এসডিজি) লক্ষ্যমাত্রা জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব হবে।
তিনি, নতুন আইনে সবাইকে জন্ম ও মৃত্যুর দেড় মাসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে বলেন। ইউনিয়ন পরিষদের সচিবদের বতর্মানে নিবন্ধনের জন্য ৭৫ টাকা করে ফি অথবা জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন-২০০৪ এর ১৮ ধারার উপ-ধারা (৩) অনুসারে কাজ করতে বলেন।
