ফরিদপুরে ড. যশোদা জীবনের দুটি গ্রন্থের প্রকাশনা উৎসব - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মার্চ ২৭, ২০২২

ফরিদপুরে ড. যশোদা জীবনের দুটি গ্রন্থের প্রকাশনা উৎসব



ফরিদপুর প্রতিনিধি :
এফবিসিসিআই এর পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ এর রচিত দুটি  গ্রন্থ 'মহানায়কের ইতিকথা' এবং 'জননেত্রী শেখ হাসিনার পরিকল্পনা, বাস্তবায়ন, উন্নয়ন' এর প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার বিকেলে শহরের গোয়ালচামট মহিম ইন্সটিটিউট প্রাঙ্গনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ প্রকাশনা উৎসব ও জয় বাংলা শ্লোগান উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী, মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল আনুষ্ঠানিকভাবে গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন। 

 

প্রকাশনা উৎসবে অন্যান্যের মধ্যে বিসিআই এর পরিচালক, হায়াসিন্থ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: খায়ের মিয়া, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব ইসলাম পিকুল, বীর মুক্তিযোদ্ধা পি. কে সরকার, পৌর কাউন্সিলর বিধান কুমার সাহা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 


এসময় প্রধান অতিথির বক্তব্যে ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল বলেন, ড. যশোদা জীবন দেবনাথ তথ্য বহুল দুটি গ্রন্থ রচনা করেছেন। তথ্যগুলো অনেকটাই সঠিক। আমি মুক্তিযুদ্ধের আগে নৌ বাহিনীতে চাকরি করতাম। আমরা তখন বৈষম্যের শিকার হতাম। এ বৈষম্যের তথ্য বইগুলোতে উঠে এসেছে।


অনুষ্ঠানে ড. যশোদা জীবন দেবনাথ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই মহাপরিকল্পনা নিয়ে দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন এ বইতে সেই তথ্যই তুলে ধরা হয়েছে। এছাড়া আরেকটি বইতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেছি। 


অনুষ্ঠানের শুরুতে স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা মহান মুক্তিসংগ্রামের উপর নাটিকা প্রদর্শন করে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বরেণ্য সংগীত শিল্পীরা এসময় সংগীত পরিবেশন করেন।

Post Top Ad

Responsive Ads Here