মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ফরিদপুর আ.লীগের সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মার্চ ২৭, ২০২২

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ফরিদপুর আ.লীগের সভা

 


ফরিদপুর প্রতিনিধি :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের ইমামুদ্দিন স্কয়ারে আলোচনা সভার পরে বিজয় শোভাযাত্রা বের করে দলটি । 


ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন- কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সদস্য, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ঝরনা হাসান, আওয়ামী লীগ নেতা শামসুল আলম চৌধুরী, শওকত আলী জাহিদসহ জেলা ও কোতয়ালি থানা নেতৃবৃন্দ।


সভায় বক্তারা বলেন, সম্প্রতি কয়েকজন নেতা দলের অনুমতি ছাড়া নিজেরাই দলীয় ব্যানার ব্যবহার করেন, দলীয় শৃঙ্খলাবিরোধী এমন কর্মকান্ড থেকে বিরত থাকুন। এসময় নেতারা বলেন, আওয়ামী লীগকে কখনোই ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন না, প্রয়োজনে দলের সবাইকে নিয়ে একসঙ্গে কর্মসূচি পালন করুন। এতে দল উপকৃত হবে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। 

বক্তারা আরো বলেন, আপনারা কাদের সাথে রাজনীতি করছেন একটু পিছনে তাকিয়ে দেখুন তারা কারা। মূলধারা কে বাদ দিয়ে কোন রাজনীতি করার চেষ্টা করবেন না বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন এসময়।  

Post Top Ad

Responsive Ads Here