![]() |
রাজশাহীতে জনস্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত | সময় সংবাদ |
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে প্রাণীজাত খাদ্যের মান নিয়ন্ত্রণে কিউসি ল্যাবের গুরুত্ব ও জন স্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ প্রকল্পের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী মহানগরীর একটি অভিজাত হোটেলে জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেনারি পাবলিক হেলথ সার্ভিস জোরদারকরণ প্রকল্প এবং প্রাণিসম্পদ উৎপাদন উপকরণ ও প্রাণিজ খাদ্যের মান নিয়ন্ত্রণ গবেষণার স্থাপন প্রকল্পের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর সচিব. ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালক প্রাণিসম্পদ অধিদপ্তর ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগীয় পরিচালক ডঃ নজরুল ইসলাম।কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ অধ্যাপক ডা. বাহানুর ওড. মোস্তফা কামাল প্রজেক্ট দিরেক্টর পিডি কোয়ালিটি কন্ট্রোলার।
দিনব্যাপী কর্মশালায় রাজশাহী বিভাগের পাচ শতাধিক খামারী সহ এসোসিয়েশন এর কমকতা উপস্থিত ছিলেন।