কলাপাড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুনীকে ধর্ষন,মামলা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ২৯, ২০২২

কলাপাড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুনীকে ধর্ষন,মামলা | সময় সংবাদ

কলাপাড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুনীকে ধর্ষন,মামলা | সময় সংবাদ


রাসেল কবির মুরাদ,কলাপাড়া:

মহিপুরে ছল-ছাতুরি, প্রতারনা ও বিয়ের প্রলোভনে ধর্ষণ,  অত:পর প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক তরুনি (২১)। অভিযুক্ত প্রেমিক তার নিজ বাড়িসহ একটি আবাসিক হোটেলে ডেকে নিয়ে শারিরিক সম্পর্ক স্থাপন করে বলে অভিযোগ ঐ ভুক্তভোগী তরুনীর।


এছাড়া প্রেমের ফাঁদে ফেলে কৌশলে ওই তরুনির কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া হয়েছে এ অভিযোগ রয়েছে অভিযুক্ত ইলিয়াস মাহমুদের (৩২) বিরদ্ধে। মঙ্গলবার ভুক্তভোগী তরুনী শেষ পর্যন্ত কোন কূল-কিনারা না পেয়ে বাধ্য হয়ে গনমাধ্যমকে সমস্ত ঘটনা অবহিত করেন। প্রেমিক ইলিয়াস মাহমুদ মহিপুর থানার লতাচাপলী ইউপির আলীপুর থ্রীপয়েন্ট এলাকার ইসমাইল ফরাজির পুত্র। 


গাথানীয় সূত্র, মামলার এজাহার ও তরুনীর অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ঐ তরুনীর সাথে তার স্বামীর বিবাহ বিচ্ছেদ হয় প্রায় তিন বছর আগে। পরে জীবীকার সন্ধ্যানে কুয়াকাটা মিশ্রীপাড়া এলাকায় একটি দোকান রেখে ভ্যারইটিজ ব্যবসা পরিচালনা করে আসছিলেন তরুনী। এরই মাঝে ২০২১ সালে নভেম্বর মাসে তরুনীর সাথে ইলিয়াস মাহমুদের সাথে পরিচয় হয়, একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের আশ্বাসে গত ০৫ জানুয়ারী কুয়াকাটার স্কয়ার হোটেলের ১১২ নম্বর কক্ষে তরুনীকে নিয়ে অবস্থান করেন ইলিয়াস। এসময় বিয়ের কথা বলে প্রতারনামূলকভাবে সম্মতি আদায় করে তরুনীর সাথে একাধিকবার শারিরিক সম্পর্ক করে। শারিরিক সম্পর্কে জড়িয়ে প্রেমের সম্পর্ক আরো গভীর হলে পরবর্তীতে ২০ ফেব্রæয়ারী প্রেমিক ইলিয়াস তার মা-বাবার অনুপস্থিতে নিজ বসত বাড়িতে ডেকে নেয় সামিয়াকে।


পরে ওইদিন বিকাল থেকে বসত ঘরের একটি কক্ষে রেখে পরের দিন ১১ টা পর্যন্ত তিনবার ধর্ষণ করে ইলিয়াস। এসময় স্থানীয় জনতা ঘরের মধ্যে প্রেমিক প্রেমিকার অবস্থান টের পেয়ে পুলিশে খবর দেয়। পরবর্তীতে খবর পেয়ে ইলিয়াসের মা বাড়িতে এসে পৌঁছালে স্থানীয় জনতা ও পুলিশের সামনে তরুনীকে পুত্রবধু হিসেবে পরিচয় দিয়ে উপস্থিত সবাইকে বিদায় করেন। এমনকি ছেলের বউ হিসেবে গ্রহনের আশ্বাসে সামিয়াকে জনতার সামনে মুখ না খোলার অনুরোধ জানায় ইলিয়াসের মা। এর কিছুক্ষন পরে পুলিশ ও স্থানীয়রা চলে গেলে ঐ তরুনীর ফোনে ধারনকৃত প্রেমিক-প্রেমিকার স্থির চিত্র ও বেশ কিছু কল রেকর্ডসহ ফোন নিয়ে ইলিয়াস বসতবাড়ি থেকে সটকে পড়ে। পরবর্তীতে ইলিয়াসের বাড়িতে একাধিকবার গিয়ে তার পিতা-মাতার মাধ্যমে কোন সমাধান না পেয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ১ মার্চ মামলা দায়ের করেন ভুক্তভোগী। বর্তমানে ঐ তরুনীকে এলাকা ছাড়তে হুমকি প্রদান করছে ইলিয়াসের পরিবার।

 

এবিষয়ে জানতে অভিযুক্ত প্রেমিক ইলিয়াসের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেন নি। তবে ইলিয়াসের পিতা ইসমাইল ফরাজী বলেন, আমার ছেলে নির্দোষ, তাকে ফাসাঁনো হচ্ছে, আমরা কাউকে হুমকিও দেইনি। ইলিয়াসের মা কোন কথা বলতে রাজি হননি। 


এবিষয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই). এ মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মিঠু গনমাধ্যমকে জানান, মামলার তদন্ত শুরু হয়েছে। তদন্ত পরবর্তীতে দ্রæত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।


Post Top Ad

Responsive Ads Here