![]() |
বাঁশখালীতে অস্ত্রসহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার | সময় সংবাদ |
মুহাম্মদ আনিচুর রহমান বাঁশখালী:
বাঁশখালী পৌরসভার ভাদালিয়ায় অভিযান চালিয়ে কবির আহমেদ ওরফে কাইব্যা ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেপ্তার কাইব্যা ডাকাত বাঁশখালী পৌরসভার উত্তর জলদীর ভাদালিয়া গ্রামের বজল আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১০টি মামলা রয়েছে।
আজ বুধবার (২৩ মার্চ) ৩টা ৪৫ মিনিটের দিকে বাঁশখালী পৌরসভার উত্তর জলদীর ভাদালিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, গ্রেপ্তারের সময় কবির আহমদের বাড়ি তল্লাশি করে একটি দেশীয় থ্রি কোয়ার্টার গান, দুইটি দেশীয় এলজি বন্দুক এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার কবির আহমেদ উত্তর জলদী এলাকার অন্যতম মোস্ট ওয়ান্টেড অপরাধী। তিনি বাঁশখালীতে কুখ্যাত ‘কাইব্যা ডাকাত’ নামে পরিচিত। তার বিরুদ্ধে ডাকাতি ও ধর্ষণের অভিযোগে একাধিক মামলা রয়েছে। সে এবং তার দলের সন্ত্রাসীরা স্থানীয় লোকজনের মধ্যে ভীতি ও আতংক সৃষ্টি করে ডাকাতি, ধর্ষণ এবং বিভিন্ন অপকর্ম করতো।