রাজশাহীতে পুলিশে চাকুরী দেয়ার নামে প্রতারণা,আটক ০১ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ২৩, ২০২২

রাজশাহীতে পুলিশে চাকুরী দেয়ার নামে প্রতারণা,আটক ০১ | সময় সংবাদ

রাজশাহীতে পুলিশে চাকুরী দেয়ার নামে প্রতারণা,আটক ০১ | সময় সংবাদ


ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:

সারাদেশে পুলিশ কনষ্টবল পদে ভর্তি পরিক্ষা চলমান রয়েছে। যার ধারাবাহিকতায় রাজশাহীতেও পুলিশ কনষ্টবল পদে জনবল নিয়োগ প্রক্রিয়া চলছে। এরই মধ্যে কথিত কিছু প্রতারক তাদেঁর প্রতারণার ফাঁদ বুনছে। তবে ০১জন প্রতারককে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। 


রাজশাহীতে গত ১২ তারিখ থেকে পুলিশ কনষ্টবল ভর্তির বিভিন্ন যাচায় বাছাই শুরু হয়। এরই মধ্যে জেলার চারঘাট উপজেলার তালবাড়িয়ার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল কাদের ভর্তির জন্য তার যোগ্যতা ইতোঃমধ্যে প্রমান করেছে। কিন্ত চারঘাট পৌরসভার মেরামতপুর গ্রামের আলতাব হোসেনরে ছেলে আফজাল হোসেন (৪২) এবং বাঘা উপজেলার রোস্তমপুর গ্রামের মৃত ইয়াহিয়ার ছেলে মতিউর রহমান (৬০) উভয় প্রতারণা করে চাকুরী প্রার্থীর বাবা আব্দুর রাজ্জাকের নিকট থেকে নগদ ২ লক্ষ টাকা, অগ্রণী ব্যাংকের হিসাব নং ০২০০০০৯২৯০৯৫৬ এর ২টি চেক যার নম্বর ৬৭৬১১৩২- ৬৭৬১১৩৩ এবং ১শত টাকা মূল্যের ৩টি নন জুডিসিয়াল স্ট্যাম্প (নং-৬৭৯১৬৬৮) নিয়ে যায়। আমি অশিক্ষিত মানুষ ওই ২ব্যক্তি বিবিধ কারন দর্শায়ে পুলিশে চাকুরী নিতে ১০ লক্ষ টাকা দাবি করে । উপায়ন্তর ওই প্রতারকদের জালে ফেসে যায়। এই বিষয়ে বুধবার রাতে চারঘাট মডেল থানায় একটি মামল করেছি (মামলা নং- ২৩/০৩) বলে জানান, ভুক্তভোগী আব্দুর রাজ্জাক।   


চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গির আলম জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই তিনি ও থানা পুলিশ উভয়ের প্রচেষ্টায় ১জন প্রতারক কে আটক করতে সক্ষম হয়। বুধবার আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। পরে বিজ্ঞ আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর ০১জন পলাতক রয়েছে। তবে খুব শিগ্রই থানা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার  করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবে।  


বাংলাদেশ পুলিশে ভর্তি যোগ্যতায় তার স্থান প্রাপ্তি হবে। কোন অসহযোগ, অর্থ লেনদেন অথবা তদবিরে চাকুরী নিয়ে দেয়ার কোন মাধ্যম হতে পারে না। চাকুরী দেয়ার নামে কোন ব্যাক্তির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে আইন তার কাজ করবে বলে জানান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম।


Post Top Ad

Responsive Ads Here