অপহরণের ১৪মাস পর এক তরুণীকে উদ্ধার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ২৩, ২০২২

অপহরণের ১৪মাস পর এক তরুণীকে উদ্ধার | সময় সংবাদ

অপহরণের ১৪মাস পর এক তরুণীকে উদ্ধার | সময় সংবাদ


আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধি: 

নোয়াখালীর সেনবাগ থেকে অপহৃত সাবিয়া আফরিন প্রকাশ তিশি চৌধুরী (১৭) নামের এক তরুণীকে অপহরণের ১৪ মাস পর উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধারকৃত তরুনী সেনবাগ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মতুইন গ্রামের কামাল উদ্দিনের মেয়ে। 


জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ ডিসেম্বর সেনবাগ উপজেলা থেকে ভুক্তভোগী সাবিয়া আফরিনকে অপহরণ করা হয়। এরপর ভুক্তভোগীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেনবাগ থানায় আসামিদের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এরপর দীর্ঘ ১ বছর পেরিয়ে গেলেও অপহৃত তরুণীকে উদ্ধার করতে পারেনি সেনবাগ থানা পুলিশ। পরবর্তীতে ২০২২ সালের ১৪ জানুয়ারি মামলাটি জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়।


জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, অপহৃত বিভিন্ন স্থান পরিবর্তন করায় আমরা উদ্ধার করতে বেগ পেতে হয়েছে। অপহরণ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আজ বুধবার (২৩ মার্চ) বিকেলে উদ্ধারকৃত সাবিয়া আফরিন প্রকাশ তিশি চৌধুরীকে আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে ২২ ধারায় জবানবন্দি নিয়ে বাবা মায়ের কাছে সোপর্দ করে।



Post Top Ad

Responsive Ads Here