কলাপাড়ায় নির্মান কাজে বাঁধা দিয়ে শ্রমিককে লোহার রড দিয়ে এলোপাথারী মারধর | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ২৩, ২০২২

কলাপাড়ায় নির্মান কাজে বাঁধা দিয়ে শ্রমিককে লোহার রড দিয়ে এলোপাথারী মারধর | সময় সংবাদ

কলাপাড়ায় নির্মান কাজে বাঁধা দিয়ে শ্রমিককে লোহার রড দিয়ে এলোপাথারী মারধর | সময় সংবাদ


কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

কলাপাড়া পৌরসভার এতিমখানা সড়কের নির্মান শ্রমিক শহিদুল (৩০)কে লোহার রড দিয়ে এলোপাথারী পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরের দিকে পৌরশহরের এতিমখানা চেীরাস্তায় এ মারধরের ঘটনা ঘটে। রাস্তা  নির্মান কাজের সময় বাঁধা দিয়ে স্থানীয় দোকানদার মো: রেজাউল খানের পুত্র মো: মিঠু লোহার রড দিয়ে অতর্কিত হামলা চালালে মাটিতে লুটিয়ে পড়ে শ্রমিক শহিদুল এবং তার ডাক চিৎকারে সাথে থাকা অন্য শ্রমিকরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত শহিদুলের বাড়ি মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নে। নির্মান কাজের জন্য পৌর শহরের রহমতপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে সে বসবাস করে।


স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগে জানা যায়, শ্রমিক শহিদুল কয়েকদিন যাবৎ কলাপাড়া পৌরসভার নির্মান কাজ করিয়া আসিতেছিলো, ঘটনার সময় বুধবার দুপুরের দিকে দোকানদার রেজাউলের পুত্র মিঠুকে বারবার নিষেধ করা স্বত্তে¡ও নির্মানাধীন রাস্তায় থাকা বাঁশ খুলিয়া একপাশে রাখিয়া কাঁচা ঢালাই রাস্তা দিয়ে যাওয়ার সময় শ্রমিক শহিদুল ও অন্যান্য শ্রমিকদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে মিঠু ও তার সাথে থাকা অন্যরা অতর্কিত হামলা চালিয়ে শহিদুলের মাথার বাম পার্শ্বে, বাম পায়ে ও বাম হাত শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয ও অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।  


হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রনাকাতর আহত শহিদুল এ প্রতিনিধিকে জানায়, কাজের ব্যাঘাত ঘটিয়ে, নির্মান কাজে বাঁধা সৃষ্টি করে রাস্তার কাঁচা ঢালাই নষ্ট করায় বারংবার নিষেধ করা হলে হঠাৎ দোকানদার রেজাউল খানের পুত্র মিঠু সংঘবদ্ধ হয়ে আমার উপর আক্রমন করে, মিঠুর হাতে থাকা বড় ধরনের লোহা ও লোহার রড দিয়ে আঘাত করলে আমার ডাক-চিৎকারে অন্য শ্রমিকরা এগিয়ে আসলে সে পালিয়ে যায়।  


নির্মান কাজের সাব-ঠিকাদার মো: মিন্টু মিয়া এ প্রতিবেদককে বলেন, শহিদুল আমার কাজের শ্রমিক, মাদকাসক্ত মিঠু তাকে মারাত্মক জখম করেছে, আমি এ সন্ত্রাসীর বিচার চাই। 


কলাপাড়া থানার উপ-পরিদর্শক বিশ্বজিৎ গনমাধ্যমকে বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তস্বাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।





Post Top Ad

Responsive Ads Here