ফরিদপুরে সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে শামীম হককে শুভেচ্ছা | সময় সংবাদ |
ফরিদপুর:
ফরিদপুর জেলা থ্রী-হুইলার সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জনাব শামীম হক কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা থ্রী-হুইলার সিএনজি মালিক সমিতির আহ্বায়ক মো শেখথলালন ও সদস্য সচিব মোথসোহাগথহাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ ও মালিকগনেরা উপস্থিত থাকেন।
এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে জনাব শামীম হক সমিতির সফলতা কামনা করেন।সমিতির আহ্বায়ক মোহাম্মদ শেখ লালন সমিতিকে কিভাবে আরো বেগবান করা যায় সে ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন ও সমিতির সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
মোঃরিফাত