বোয়ালমারীতে মহান স্বাধীনতা দিবস ২০২২ পালিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মার্চ ২৬, ২০২২

বোয়ালমারীতে মহান স্বাধীনতা দিবস ২০২২ পালিত | সময় সংবাদ

বোয়ালমারীতে মহান স্বাধীনতা দিবস ২০২২ পালিত | সময় সংবাদ


আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারি:

ফরিদপুরে বোয়ালমারীতে নানা কর্মসূচির মাধ্যমে এবং যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। আজ শনিবার ২৬ মার্চ সূর্যোদয়ের প্রাক্কালে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও বেসরকারি ভবন শীর্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।


সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্বর থেকে স্বাধীনতা র‍্যালি শুরু হয়ে বোয়ালমারী সরকারি কলেজ সংলগ্ন মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের গণকবর জিয়ারত করা হয়। সেখানে অবস্থিত শহীদ স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপজেলা আওয়ামী লীগ, বিএনপি ও বোয়ালমারী প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।সকাল ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জর্জ একাডেমির খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ এবং পুলিশ, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।


একই স্থানে সকাল সাড়ে ৯টায় ছাত্র-ছাত্রী ও উপস্থিত সুধীজনের ক্রীড়া প্রতিযোগিতা এবং ১১টায় উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সংবর্ধনা ও 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন' বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।


 উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রাকিবুল হাসান প্রমুখ।


এ ছাড়া দিবসের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, উন্নত মানের খাবার পরিবেশন, ফুটবল প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনাসভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।




Post Top Ad

Responsive Ads Here