![]() |
র্যাব-৫ এর অভিযানে প্রায় কোটি টাকার হেরোইনসহ আটক ০১ | সময় সংবাদ |
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:
রাজশাহী জেলার বাগমারা থানাধীন হাসনাবাদ গ্রামস্থ এলাকায় অপারেশন পরিচালনা করে প্রায় কোটি টাকার হেরোইনসহ ০১জন কে আটক করেছে র্যাব-৫। আটককৃত ব্যাক্তি জাকিরুল ইসলাম (২৭) মোহনপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের রইজ উদ্দিনের ছেলে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, মঙ্গলবার গভিরাতে অভিযান পরিচালনা করে বাগমারা থানাধীন হাসনাবাদ গ্রামস্থ বসত বাড়ীর সামনে ০১ জন ব্যক্তি সাদা প্লাস্টিকের বাজার করা ব্যাগসহ কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উক্ত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে ৯৯০ গ্রাম হেরোইনসহ আটক করে। যার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। উক্ত আসামীর বিরুদ্ধে রজেলার বাগমারা থানায় ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণী ৮(গ) ধারার মামলা রুজু করা হয়েছে।