স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাঙ্গামাটিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ২৩, ২০২২

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাঙ্গামাটিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা | সময় সংবাদ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাঙ্গামাটিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা | সময় সংবাদ


 মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি:

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 


বুধবার (২৩মার্চ) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়স্থ শহিদ এম আব্দুল আলী মঞ্চে রাঙ্গামাটির এই বীর সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়। 


এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, পৌর মেয়র মো. আকব্বর হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, জেলার বীর মুক্তিযোদ্ধারা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন কর্মকর্তারা।


সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মাত্র ৯ মাসের সংগ্রামে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে বীর মুক্তিযোদ্ধারা উজ্জীবিত হয়েছিলো। আমরা বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে কাজ করে যাবো। সরকারের নানা রকম উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে। এ সম্মাননার মধ্যে দিয়ে পার্বত্যাঞ্চলের নতুন প্রজন্মরা জানতে পারবে দেশের স্বাধীনতা অর্জনের জন্য কারা যুদ্ধ করেছিলেন। স্বাধীনতার অর্জনকে ধরে রাখতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা। 


সংবর্ধনা অনুষ্ঠানে জানানো হয়, পুরো জেলায় মোট ২৬০জন বীর মুক্তিযোদ্ধাদেরকে এই সংবর্ধনা দেওয়া হবে। 


আজ শুধু রাঙ্গামাটি সদরের মোট ৭৫জন বীর মুক্তিযোদ্ধাকে উত্তরীয়, নগদ ২ হাজার টাকাসহ সম্মাননা ক্রেস তুলে দেন অতিথিরা।


Post Top Ad

Responsive Ads Here