বাঁশখালীতে পৃথক অভিযানে তিন হাজার ইয়াবাসহ ৪ আসামি গ্রেফতার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ২৩, ২০২২

বাঁশখালীতে পৃথক অভিযানে তিন হাজার ইয়াবাসহ ৪ আসামি গ্রেফতার | সময় সংবাদ

বাঁশখালীতে পৃথক অভিযানে তিন হাজার ইয়াবাসহ ৪ আসামি গ্রেফতার | সময় সংবাদ


মুহাম্মদ আনিচুর রহমান,বাঁশখালী:

চট্রগ্রামের বাঁশখালী থানা পুলিশ গোপন সংবাদের  ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাঁশখালী থানাধীন পুঁইছড়ি ইউপিস্হ বাঁশখালী পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রীজের দক্ষিণ পার্শ্বে মঙ্গলবার বিকেলে  পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ শাহিন আক্তার পাখি(৩১),নামের এক মহিলা ইয়াবা পাচার কারিকে গ্রেফতার  করেছে পুলিশ।  তার স্বামী জাহাঙ্গীর আলম বাড়ি -সাবের মিয়া পাড়া, ০২নং ওয়ার্ড,আলীকদম ইউপি,থানা-আলীকদম, জেলা-বান্দরবান। 


অপরদিকে  ৫ বছর সাজা পরোয়ানাভূক্ত আসামী মো: তৌহিদ,(সশ্রম কারাদন্ড) পিতা-আহমদ নবী, সাং-পশ্চিম বৈলগাও, সাধনপুর ইউপি,ও য়ারেন্ট ভুক্ত হল জসিম উদ্দিন , পিতা- আজিজ আহমদ, সাং-শেখেরখীল, ৮নং ওয়ার্ড, শেখেরখীল ইউপি উভয় থানা-বাঁশখালী জেলা চট্টগ্রাম। আসামী  নাছির পিতা রশিদ আহমদকে র‍্যাব আটক করেন। সে সরল ইউপি, থানা-বাঁশখালী,জেলা- চট্টগ্রাম তাকে দেশীয় তৈরী  অস্ত্রসহ গ্রেফতার করা হয় । আসামীদের বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনসার্জ  মোঃ কামাল উদ্দীন বলে, ইয়াবা পাচারকারীরা যত কৌশল পাল্টাবে আইনশৃঙ্খলা  বাহিনী তথই নতুন কৌশলের মাধ্যমে  আসামিদের গ্রেপ্তারের সক্ষম হবে। বাঁশখালীকে সন্ত্রাস,মাদক, চাঁদাবাজি ও অপরাধমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারের জন্য  সাধারণ জনগণের সহায়তা কামনা করেন।


Post Top Ad

Responsive Ads Here