শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ১৫ টি মিনি ড্রেজার উচ্ছেদ | সময় সংবাদ |
শেরপুর প্রতিনিধি:
প্রশাসনের নিষেধ থাকা সত্ত্বেও কিছু অসাধু বালু ব্যবসায়ি গোপনে বালু উত্তোলন করে আসছিল। উপজেলা প্রশাসন খবর পাওয়া মাত্রই অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শ্যালুচালিত ১৫টি মিনি ড্রেজার অকার্যকর করেছে । গত মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
সূত্র জানায়, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সম্প্রতি কতিপয় বালু ব্যবসায়ী ভোগাই নদীর নাকুগাঁও ব্রিজ এলাকার ভাটিতে (দক্ষিণে) ৫শ মিটারের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এছাড়াও কতিপয় বালু ব্যবসায়ী নদীটির কালাকুমা ও হাতিপাগার মৌজার বিভিন্ন স্থানে মিনি ড্রেজার বসিয়ে গভীর গর্ত খুঁড়ে নদীর পার ভেঙ্গে বালু উত্তোলন চালিয়ে আসছিল।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন ওই স্থানে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বালু উত্তোলনে জড়িতরা পালিয়ে গেলেও রেখে যাওয়া শ্যালুচালিত মিনি ড্রেজারগুলো অকার্যকর করা হয়।