বর্তমান সকারের বিকল্প একমাত্র জাকের পার্টি -মোস্তফা আমির ফয়সাল | সময় সংবাদ |
শেরপুর:
শেরপুর জেলার পাকুরয়া ইউনিয়নে ১৮ মার্চ শুক্রবার পবিত্র শবে বরাতের রাতে জাকের পার্টি কর্তৃক আয়োজিত জাকের মঞ্জিলে এক ইসলামি সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
তিনি সরকার কে ব্লকচেইন ও ই-ভোটিং পদ্ধতির সঠিক ব্যবহার করার আহব্বান জানান, এবং আগামি নির্বাচনে নিরপেক্ষ করতে ব্লক চেইন ও ইভোটিংয়ের বিকল্প নেই বলে জানান,,তিনি আরো বলেন জাকের পার্টি সরকারে সাথে আছে এবং বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন কে স্বাগত জানায়। এবং সদ্য গঠিত নির্বাচন কমিশন কে স্বাগত জানিয়েছেন। এবং পরিস্থিতি স্বাভাবিক থাকলে জাকের পার্টি আগামি নির্বাচনে অংশ নিবেন বলে জানিয়েছেন।
এবং দ্রব্যমুল্যের উর্ধ্বে গতি রোধে সরকার কে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান জানান, সেই সাথে ৯২ ভাগ মুসলিম দেশের সকল নাগরিকদের জাকের পার্টির পতাকাতলে আসার আহব্বান করেন, এর সাথে তিনি আরো জানান বর্তমান সরকারের কোন বিকল্প নেই,,,বর্তমান সরকারের বিকল্প একমাত্র জাকের পার্টিই বলে উল্লেখ করেন,,এবং দেশের সকল সমস্যা মোকাবেলায় সকল রাজনৈতিক দলকে জাতীয় স্বার্থে একতাবদ্ধ হওয়ার আহবান জানান, এসময় আরো বক্তব্য রাখের জাকের পার্টির ভারপ্রাপ্ত সেক্রেটারি শামিম হায়দার। সেই সাথে উক্ত সম্মেলনে বিপুল সংখ্যক বক্ত ও জাকের পার্টির সমর্থকেরদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।