শেরপুরে পানি পরিক্ষাগার ভবনের শুভ উদ্ভোদন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, মার্চ ২৭, ২০২২

শেরপুরে পানি পরিক্ষাগার ভবনের শুভ উদ্ভোদন | সময় সংবাদ

শেরপুরে পানি পরিক্ষাগার ভবনের শুভ উদ্ভোদন | সময় সংবাদ


আল আমিন,জেলা প্রতিনিধি শেরপুর:

আজ ২৭ মার্চ রবিবার সকালে শেরপুর শহরের চকপাঠকস্থ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কার্যালয়ে ওই ভবন উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।


শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ময়মনসিংহ সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল আউয়াল, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান।


এ উপলক্ষে জনস্বাস্থ্য কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য হুইপ আতিউর রহমান আতিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে পানি সরবরাহ ও স্যানিটেশন খাত এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শেরপুরে এই পানি পরীক্ষাগার ভবন উদ্বোধন করা হলো।  পানীয় জলের বিভিন্ন গুণাগুণ শেরপুরেই সহজে ও স্বল্পসময়ে পরীক্ষা করা যাবে।


শেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ ছামিউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল প্রমুখ। ওইসময় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সাবেক পৌর কাউন্সিলর মো. বাদশা মিয়াসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে ভবনের সামনে বৃক্ষরোপণ করেন আমন্ত্রিত অতিথিরা।


Post Top Ad

Responsive Ads Here