![]() |
সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত | সময় সংবাদ |
উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ প্রতিনিধি:
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কুচকাওয়াজ এর মধ্য দিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
শনিবার (২৬শে মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলহাজ্ব সিদ্দিক মাঠ প্রাঙ্গনে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন নুরুল ইসলাম সাজেদুল, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না খাতুন, বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, বেলকুচি উপজেলা আ,লীগের সভাপতি দেলখোশ আলী প্রমানিক, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার প্রমুখ।