মেহেরপুর মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সোনা ও সম্পাদক মতিয়ার পুনঃনির্বাচিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মার্চ ২৮, ২০২২

মেহেরপুর মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সোনা ও সম্পাদক মতিয়ার পুনঃনির্বাচিত | সময় সংবাদ

মেহেরপুর মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সোনা ও সম্পাদক মতিয়ার পুনঃনির্বাচিত | সময় সংবাদ


মেহের আমজাদ,মেহেরপুর:

মেহেরপুর মটর শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন-২০২২ সম্পন্ন হয়েছে। রবিবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে গতকাল সোমবার ভোরের দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডঃ ইব্রাহীম শাহীন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।এ নির্বাচনে বর্তমান সভাপতি আহসান হাবিব সোনা ও সাধারণ সম্পাদক পদে মতিয়ার রহমান পুনঃনির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১৫ টি পদের বিপরীতে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। মোট ৩ হাজার ৯৪৭ জন ভোটারের মধ্যে ২ হাজার ৮৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


সভাপতি পদে বর্তমান সভাপতি আহসান হাবীব সোনা ১ হাজার ৬২৪ ভোট (চেয়ার) পেয়ে পুননির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী এম এ কুদ্দুস (বাস) ১ হাজার ৪৭ ভোট পান। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক মতিয়ার রহমান (ডাব) ১ হাজার ৫৪৫ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মনিরুল ইসলাম (বৈদ্যুতিক বাল্ব) ১ হাজার ১৫২ ভোট পান।


কার্যকরী সভাপতি পদে নজরুল ইসলাম (উড়োজাহাজ) ১ হাজার ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী উজ্জাল হোসেন (হাতপাখা) ৯৭৪ ভোট পান। সহ-সভাপতি পদে মাহবুব এলাহী (গোলাপ ফুল) ৯০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী শাহিন আলী টুটুল (ঈগল পাখি) ৭৯৪ ভোট পান। যুগ্ম সম্পাদক পদে সাখাওয়াত হোসেন সবুজ (মোবাইল ফোন) ১ হাজার ৪৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী আমিরুল ইসলাম (তলোয়ার) ৪৯৬ ভোট পান। সহ-সম্পাদক পদে এরশাদ আলী (ঘোড়া) ১হাজার ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী সাজেদুর রহমান সাজু (গাভী গরু) ১ হাজার ৫১ভোট পান। কোষাধ্যক্ষ পদে মিন্টু (চাঁদ-তারা)১ হাজার ৪৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী আফসারুল ইসলাম (হারিকেন) ৭৬৮ ভোট পান। প্রচার সম্পাদক পদে মোহাম্মদ সেন্টু (মাইক) ১ হাজার ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী ইয়ারুল ইসলাম (রিক্সা) ১ হাজার ১৫৫ ভোট পান। লাইন সম্পাদক পদে মুন্না ( টুপি) ৭৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মুরসালিন (পানি জাহাজ) ৭২৪ ভোট পান। 


সাংগঠনিক সম্পাদক পদে রমিজ উদ্দিন (সেলাই রেঞ্জ) ৯২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রার্থী শাহিন আলী (হাতি) ৭৯৫ ভোট পান। সহ-সাংগঠনিক সম্পাদক পদে বকুল শেখ (ট্রাক্টর) ৭৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী চাঁদ আলি (মাছ) ৬৯১ ভোট পান। শ্রমিক কল্যাণ সম্পাদক পদে রেজাউল হক (কবুতর) ৫৪৭ ভোট নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মাহবুব হোসেন রিপন (হরিন) ৫২২ ভোট পান। নির্বাহী সদস্য পদে শরিফুল ইসলাম (খেজুর গাছ) ৯৩০ ভোট, বাচ্চুমিয়া (আনারস) ৭৩২ ভোট এবং আনারুল ইসলাম (আম) ৭২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।


Post Top Ad

Responsive Ads Here