আরও এক রুশ জেনারেলকে হত্যার দাবি ইউক্রেন সেনাবাহিনীর | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মার্চ ২৬, ২০২২

আরও এক রুশ জেনারেলকে হত্যার দাবি ইউক্রেন সেনাবাহিনীর | সময় সংবাদ

 

আরও এক রুশ জেনারেলকে হত্যার দাবি ইউক্রেন সেনাবাহিনীর |  সময় সংবাদ
আরও এক রুশ জেনারেলকে হত্যার দাবি ইউক্রেন সেনাবাহিনীর |  সময় সংবাদ

অনলাইন ডেস্ক:

ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, তাদের বাহিনী ইউক্রেনের দক্ষিণে খেরসন অঞ্চলের চোরনোবাইভকাতে রাশিয়ান এক জেনারেলকে হত্যা করেছেন। তার নাম ইয়াকভ এজান্তেসেভ বলেও জানিয়েছে তারা। - খবর সিএনএনের।


ইউক্রেনের সেনাবাহিনীর ভাষ্য,  ইয়াকভ এজান্তেসেভ রুশ ফেডারেশনের দক্ষিণ সামরিক জেলার ৪৯তম সম্মিলিত সামরিক বাহিনীর কমান্ডার ছিলেন। তবে কোন সময় তাকে হত্যা করা হয়েছে খবরে সে বিষয়ে কিছু বলা হয়নি।


এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও কোনো মন্তব্য করেনি। 


গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে ছয়জন রুশ জেনারেল এবং ব্ল্যাক সি ফ্লিটের একজন ডেপুটি কমান্ডার নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।






Post Top Ad

Responsive Ads Here