বিয়ের মাত্র এক মাসের মাথায় নববধূকে বিষ খাইয়ে হত্যা করলেন স্বামী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ১৭, ২০২২

বিয়ের মাত্র এক মাসের মাথায় নববধূকে বিষ খাইয়ে হত্যা করলেন স্বামী


বিয়ের মাত্র এক মাসের মাথায় নববধূকে বিষ খাইয়ে হত্যা করলেন স্বামী

সিলেট প্রতিনিধি

সিলেটে বিয়ের মাত্র এক মাসের মাথায় স্বামীর খাওয়ানো বিষে প্রাণ গেল এক নববধূর। তার নাম লনি বেগম। সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

মৃত্যুর আগে লনি বেগম স্বামী তাকে বিষ খাওয়ানোর অভিযোগ করে গেছেন পরিবার, স্বজন ও পুলিশের কাছে। পুলিশও রেকর্ড করেছে ওই জবানবন্দি। এ ব্যাপারে থানায় মামলাও হয়েছে। গ্রেফতার করা হয়েছে ঘাতক স্বামীকেও।



 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির।


পুলিশ ও স্বজনরা জানান, সোমবার সকালে ওসমানী হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন নববধূ লনি। তিনি সিলেট এয়ারপোর্ট থানার সাহেবের বাজার এলাকার বাজারতল গ্রামের মৃত আফতাব খানের মেয়ে। ময়নাতদন্ত শেষে সোমবার বিকাল ৪টার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


নববধূ লনির অভিযুক্ত স্বামী জামাল উদ্দিন সিলেট এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মহালদিক গ্রামের মৃত টিকই মিয়ার ছেলে।


লনির ভাই অ্যাডভোকেট ইমাম উদ্দিন খান জানান, গত রমজানের আগের দিন জামাল উদ্দিনের সঙ্গে পরিবারিকভাবে লনির বিয়ে হয়। মধ্য রমজানে নগদ ৩ লাখ টাকা বাবার বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য লনিকে চাপ দিতে থাকেন জামাল। বিষয়টি নিয়ে তাদের মধ্যে একটু মনোমালিন্য হয়। ২৭ রমজান রাতে ফের চাপ দিতে থাকেন জামাল। এতে লনি অসম্মতি জানালে স্ত্রীকে বেধড়ক মারধর করেন তিনি।


একপর্যায়ে লনি গুরুতর আহত হয়ে পড়লে তাকে ওষুধ খাওয়ানোর কথা বলে বিষ খাইয়ে দেন স্বামী জামাল উদ্দিন। সেই থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন নববধূ লনি। ওই দিনই লনিকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন তারা। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে এবং লনিকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টে দুই দিন থাকার পর সোমবার সকালে লনি মারা যান।


এ ব্যাপারে মামলা দায়ের করলে শুক্রবার রাতে জামালকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ। পরদিন তাকে জেলহাজতে পাঠান আদালত।

Post Top Ad

Responsive Ads Here