হজে গিয়ে মারা গেলেন বেগমগঞ্জর নুরুল আমিন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ১৮, ২০২২

হজে গিয়ে মারা গেলেন বেগমগঞ্জর নুরুল আমিন | সময় সংবাদ

হজে গিয়ে মারা গেলেন বেগমগঞ্জর নুরুল আমিন | সময় সংবাদ
 হজে গিয়ে মারা গেলেন বেগমগঞ্জর নুরুল আমিন | সময় সংবাদ


আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধি: 

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে বাংলাদেশি একজন মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৬ জুন (বৃহস্পতিবার) ভোর সাড়ে ৪টায় তাঁর মৃত্যু হয়।


৬৪ বছর বয়সী এই হজযাত্রীর নাম নুরুল আমিন। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুরের ৬ নম্বর ওয়ার্ডের নুরুল আমিন মঞ্জিলের ফজলে মিয়ার ছেলে। তাঁর পাসপোর্ট নম্বর ‘EF ০৭৫৮০০৬’ এবং পিআইডি নম্বর '১৩৩৭০১৪'।


আফনান ট্রাভেলসের স্বত্বাধিকারী ও মক্কায় অবস্থানরত নুরুল আমিনের হজ গাইড মোহাম্মদ মাসুম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ও তার মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়েছে।


আফনান ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ মাসুম জানান, ১৫ জুন (বুধবার) ভোর ৫ টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন নুরুল আমিন। দুপুর ১ টায় মক্কায় পৌঁছান তিনি। তারপর খাবার ও বিশ্রাম শেষে আসর নামাজ পড়ে ওমরাহ করেন তিনি। রাতে এশার নামাজ শেষে ঘুমিয়ে পড়েন। ১৬ জুন ভোর সাড়ে তিনটায় তিনি নিঃশ্বাস নিতে কষ্ট অনুভব করলে তার সঙ্গে থাকা অপর হজযাত্রীরা সেদেশের জরুরি সেবায় কল দেয়। তাদের অ্যাম্বুল্যান্স আসতে দেরি হওয়ায় তাকে টেক্সিক্যাবে করে বাংলাদেশ হজ মিশন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে ইসিজি করে কর্তব্যরত ডা. আবদুর রাজ্জাক ভোর সাড়ে ৪টায় নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন। 


তাঁর পরিবারের সাথে যোগাযোগ করে এবং তাদের কোন আপত্তি না থাকায় বৃহস্পতিবার আসর নামাজের পর মক্কায় জানাজা শেষে সরাইয়া নামক কবরস্থানে তাকে দাফন করা হয় বলেও জানান মোহাম্মদ মাসুম।




Post Top Ad

Responsive Ads Here