![]() |
| অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় জায়ান: রহস্যজনক হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি |
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় শত শত মানুষ অশ্রুসিক্ত নয়নে ৭ বছরের শিশু জায়ান রহমানকে চিরবিদায় দিয়েছে। নির্মম হত্যাকাণ্ডের শিকার ওই শিশুর জন্য সবাই দ্রুত গ্রেফতার ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) বাদ আছর উপজেলার পাকুড়িয়া জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে জায়ানকে দাফন করা হয়। জানাজার ময়দানে ছড়িয়ে পড়ে শোকের ভারী ছায়া। দাফনের সময় মা সিনথিয়া বেগম ও স্বজনদের কান্নায় পুরো এলাকা গুমোট হয়ে উঠে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জায়ান স্কুল থেকে বাড়ি ফিরে সকাল সাড়ে ১০টার দিকে খেলতে বের হয়। নির্দিষ্ট সময়ে বাড়ি না ফেরা দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশের এলাকাসহ মাইকিং করেও তার সন্ধান না পাওয়ায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোল্যার বাড়ির পাশে পরিত্যক্ত বাগানে স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহের অবস্থান ও পরিস্থিতি দেখে স্থানীয়রা এটি হত্যাকাণ্ড মনে করছেন।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল আলম বলেন, “আমরা ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারে কাজ চলছে।”

