সরকারি চাকরিতে প্রায় ৪ লাখ পদ শূন্য: জনপ্রশাসন প্রতিমন্ত্রী | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ১৭, ২০২২

সরকারি চাকরিতে প্রায় ৪ লাখ পদ শূন্য: জনপ্রশাসন প্রতিমন্ত্রী | সময় সংবাদ

 

"সরকারি চাকরিতে প্রায় ৪ লাখ পদ শূন্য: জনপ্রশাসন প্রতিমন্ত্রী | সময় সংবাদ"

নিজস্ব প্রতিবেদক  


বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে শূন্য পদের সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ১১৭ বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।


বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এমপি বেনজীর আহমেদের এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান তিনি। এদিন প্রশ্ন-উত্তর টেবিলে উপস্থাপিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।


ভোলা ২ আসনের আলী আজমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০১০ সাল থেকে বর্তমান পর্যন্ত বিসিএসের মাধ্যমে ৪১ হাজার ৫৬৬ জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে। এ সময়ে প্রথম শ্রেণির নন ক্যডার পদে পাঁচ হাজার ১৪৩ জন, দ্বিতীয় শ্রেণির (১০-১২তম গ্রেড) সাত হাজার ১৬১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।


এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার প্রেক্ষিতে কর্ম কমিশন ৯ম ও তদূর্ধ্ব গ্রেড চার হাজার ৬৫৮ জন এবং দ্বিতীয় শ্রেণির নন ক্যডার পদে ৪২ হাজার ৪০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।




Post Top Ad

Responsive Ads Here