
"নরসিংদীতে ওভারটেকিং করার সময় ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ | সময় সংবাদ"
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর দগরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় রব মিয়া এক বাসচালক ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন আরো অন্তত ১৫ জন।
শুক্রবার (১৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। নরসিংদী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নরসিংদী হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী আল-মোবারকা পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি নরসিংদীর দগরিয়া নামক স্থানে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি প্রাইভেটকার ও একটি ট্রাক ওভারটেকিং করার সময় তাদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসচালক রব মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
নরসিংদী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী জানান, লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
