
"২৪ ঘণ্টা যেসব এলাকায় গ্যাস থাকবে না | সময় সংবাদ"
নিজস্ব প্রতিবেদক
দেশের কিছু কিছু এলাকায় শুক্রবার সকাল ৯টা গ্যাস সরবরাহ বন্ধ থাকছে। পরবর্তী ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না এসব এলাকায়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিবৃতিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়েছে, গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা গাজীপুরের টিবিএস ধনুয়া থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।
