চট্টগ্রাম বন্দরে যুক্ত হলো ১২০ মিটার দূর থেকে আগুন নেভাতে সক্ষম অত্যাধুনিক টাগবোট | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুন ১৭, ২০২২

চট্টগ্রাম বন্দরে যুক্ত হলো ১২০ মিটার দূর থেকে আগুন নেভাতে সক্ষম অত্যাধুনিক টাগবোট | সময় সংবাদ

 

"চট্টগ্রাম বন্দরে যুক্ত হলো ১২০ মিটার দূর থেকে আগুন নেভাতে সক্ষম অত্যাধুনিক টাগবোট | সময় সংবাদ"

চট্টগ্রাম প্রতিনিধি 


চট্টগ্রাম সমুদ্র বন্দরে যুক্ত হলো ‘কাণ্ডারি-৩’ ও ‘কাণ্ডারি-৪’ নামে আরো দুটি টাগবোট। এগুলো ১২০ মিটার দূর থেকেও আগুন নেভাতে সক্ষম। বৃহস্পতিবার বিকেলে টাগবোট দুটি চট্টগ্রাম বন্দরের সার্ভিস জেটিতে পৌঁছায়।


জানা যায়, টাগবোট দুটি পাঁচ হাজার বিএইচপি বা ৭০ টন বোলার্ড পুলের ক্ষমতাসম্পন্ন। এগুলো জাহাজ ও জেটির আগুন নেভানো ছাড়াও নদীতে তেল দূষণ হলে এর মোকাবিলা করতে পারে। এছাড়া প্রতিকূল আবহাওয়াতেও চলতে সক্ষম।


টাগবোট দুটিতে আধুনিক রাডার, জিপিএস, ইকো সাউন্ডার, অটো পাইলট, ইউএমএস, বেতার ও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা রয়েছে।


টাগবোট দুটি পরিচালনা করতে ২০ জন মাস্টার, লস্কর, ইডিএল, ইডি নিয়ে ডেক সাইড ও ইঞ্জিন সাইডের টিম তৈরি করা হয়েছে।


১৪৫ কোটি ২২ লাখ ৫৬ হাজার টাকায় চীনা প্রতিষ্ঠান চিঅয় লি শিপইয়ার্ড লিমিটেডের সঙ্গে চুক্তি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের ১ নম্বর বার্থের নতুন তৈরি করা সার্ভিস জেটিতে টাগবোট দুইটি রাখা হবে।


এর আগে থেকে চট্টগ্রাম বন্দরে আরো আটটি টাগবোট রয়েছে। তবে সেগুলো অত্যাধুনিক না। তাই এবার অত্যাধুনিক এই টাগবোট দুটি আনা হয়।





Post Top Ad

Responsive Ads Here