ঈদ সামনে রেখে প্রস্তুত সব লঞ্চঘাট: পানিসম্পদ উপমন্ত্রী | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ০৫, ২০২২

ঈদ সামনে রেখে প্রস্তুত সব লঞ্চঘাট: পানিসম্পদ উপমন্ত্রী | সময় সংবাদ

 

"ঈদ সামনে রেখে প্রস্তুত সব লঞ্চঘাট: পানিসম্পদ উপমন্ত্রী | সময় সংবাদ"

শরীয়তপুর প্রতিনিধি


পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সুরেশ্বরসহ সব লঞ্চঘাট প্রস্তুত করা হয়েছে।  


পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এসব কথা বলেন।



 

মঙ্গলবার দুপুর ১২টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 


পানিসম্পদ উপমন্ত্রী বলেন, ‘আমার চ্যালেঞ্জ ছিল নড়িয়া বেঁড়িবাধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে আমরা সেটা করতে পেরেছি। নড়িয়াতে আর এক টুকরো জমিও নদীতে ভাঙবে না। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী আছেন বলেই এটা সম্ভব হয়েছে।  


এ সময় নড়িয়ার ইউএনও মো. শেখ রাশেদুজ্জামান, নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, শরীয়তপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন। 




Post Top Ad

Responsive Ads Here