চার মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ০৫, ২০২২

চার মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু | সময় সংবাদ

" চার মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু | সময় সংবাদ"


নিজস্ব প্রতিবেদক


গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১২ জন মারা গেছেন। সর্বশেষ গত ৫ মার্চ করোনায় একদিনে ১৩ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। সেই হিসাবে গত চার মাসের মধ্যে একদিনে এটাই সর্বোচ্চ মৃতের সংখ্যা।


এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ২৮৫ জন। নতুন ১২ জন নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৭৪ জনের এবং মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জন।


সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৪৮২ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ১৯ লাখ ৮ হাজার ৭৭৯ জন।


এদিকে ১৩ হাজার ৮২৮টি নমুনা সংগ্রহের বিপরীতে দেশের সরকারি-বেসরকারি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৮৪২টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।




Post Top Ad

Responsive Ads Here