পেছাল এসএসসি পরীক্ষা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ০৩, ২০২২

পেছাল এসএসসি পরীক্ষা | সময় সংবাদ

 

"পেছাল এসএসসি পরীক্ষা | সময় সংবাদ"

নিজস্ব প্রতিবেদক


সারাদেশের বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় জুলাই মাসে এসএসসি ও সমমান পরীক্ষা হবে না। রোববার দুপুরে আন্তঃবোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।


এদিন দুপুরে গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে এসএসসি পরীক্ষা আগস্ট মাসে শুরু হবে।


আগস্টের কত তারিখ পরীক্ষা শুরু হতে পারে- এমন প্রশ্নের জবাবে তপন কুমার বলেন, আমরা ঈদের পর বিষয়টি নিয়ে আলোচনায় বসব। এরপর পরীক্ষার নতুন তারিখ জানাতে পারব।


তিনি বলেন, জুলাই মাসে এসএসসি পরীক্ষা নেয়া সম্ভব হবে না। কারণ আমরা আজ সবাইকে নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করে দেখেছি যে, সিলেটের অর্ধেকেরও বেশি কেন্দ্র এখন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। এগুলো সংস্কার করে পুনরায় পরীক্ষার উপযোগী করতে সময় লাগবে। তাই জুলাই মাসে পরীক্ষা নেয়া সম্ভব হবে না। 


প্রসঙ্গত, দেশব্যাপী  গত ১৯ জুন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৭ জুন এসএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে।






Post Top Ad

Responsive Ads Here