বাংলাদেশির ১৩ জন হজে গিয়ে মৃত্যু | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ০৬, ২০২২

বাংলাদেশির ১৩ জন হজে গিয়ে মৃত্যু | সময় সংবাদ

  

"বাংলাদেশির ১৩ জন হজে গিয়ে মৃত্যু | সময় সংবাদ"

নিজস্ব প্রতিবেদন


সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে আরো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। এ নিয়ে সৌদিতে হজ পালনে গিয়ে ১৩ জন বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ ৯ জন, নারী ৪ জন।


ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এ তথ্য জানা গেছে।



পিলগ্রিম সূত্রে জানা যায়, সর্বশেষ যিনি মারা গেছেন তার নাম মো. আব্দুল মোত্তালিব (৫৮)। গত ৪ জুলাই তার মৃত্যু হয়। 


মো. আব্দুল মোত্তালিবের বাড়ি নওগাঁ জেলার সাপাহারের তিলনা গ্রামে। তার পাসপোর্ট নম্বর ইঞ০৬৮৬৭১০। তার হজ গাইড মো. ফজলুর রহমান, মোনাজ্জেম মো. আমিনুর রহমান।


আরো পড়ুন> যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের প্যারেডে হামলা: সন্দেহভাজন আটক


এর আগে আরো ১২ জন বাংলাদেশি মারা গেছেন। এদের মধ্যে জাহাঙ্গীর কবির (৬০) ১১ জুন, নুরুল আমিন (৬৪) ১৬ জুন, রামুজা বেগম (৫৪) ও মো. হেলাল উদ্দিন মোল্লা (৬৪) ১৭ জুন, আবদুল জলিল খান (৬২) ও বিউটি বেগম (৪৭) ২১ জুন, মো. আব্দুল গফুর মিয়া (৬১) ২৮ জুন, মো. রফিকুল ইসলাম (৪৭) ও ফাতেমা বেগম (৬০), ৩০ জুন ৩ জুলাই তপন খন্দকার (৬২) ও লায়লা আক্তার (৫২) এবং ৩ জুলাই মো. খায়বর হোসেন (৫৫) মারা যান। 

 

সৌদি আরেবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।





Post Top Ad

Responsive Ads Here