২৪ ঘণ্টায় মৃত্যু হাজার ছাড়ালো, শনাক্ত ৭ লাখ ৮০ হাজার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ০৬, ২০২২

২৪ ঘণ্টায় মৃত্যু হাজার ছাড়ালো, শনাক্ত ৭ লাখ ৮০ হাজার | সময় সংবাদ

 

"২৪ ঘণ্টায় মৃত্যু হাজার ছাড়ালো, শনাক্ত ৭ লাখ ৮০ হাজার | সময় সংবাদ"

আন্তর্জাতিক ডেস্ক


চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। আগের দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে নতুন রোগী শনাক্তের সংখ্যাও। গত একদিনে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৫২জন। এই সময় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৭ লাখ ৮০ হাজার ১১৫ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৬ লাখ ৫০ হাজার ১৪৯ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৬৪ হাজার ৩৯২ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ কোটি ৬৩ লাখ ৯ হাজার ৮৯৯ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৩ কোটি ৬ লাখ ৭৩ হাজার ৭৯৯ জন।



 

বুধবার সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।


গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ফ্রান্সে, ২ লাখ ৬ হাজার ৫৫৪ জনের। এ সময়ে দেশটিতে মারা গেছেন ৭৫ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮০১ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ৩ কোটি ১৬ লাখ ৫৮ হাজার ৭২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।


আরো পড়ুন> ওমিক্রনের ২ সাব-ভ্যারিয়েন্টে বাড়ছে সংক্রমণ


দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে ব্রাজিল। বিশ্বে মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা দেশটিতে এ সময়ে ৩৯৩ জন মারা গেছেন। নতুন করে ৭৪ হাজার ৫২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৭২ হাজার ৪৯৪ জনে। আর মোট করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৩০ জনের।


করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ হাজার ৬৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৪৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ কোটি ৯৭ লাখ ৩১ হাজার ৭৯৯ জনে। এ পর্যন্ত মারা গেছেন ১০ লাখ ৪৩ হাজার ৮৭৯ জন।


এছাড়া একদিনে তাইওয়ানে ১০৩ জন, ইতালিতে ৯৪, ফ্রান্সে ৭৫ জন, রাশিয়ায় ৪৮ জন, অস্ট্রেলিয়ায় ৪৬ জন, স্পেনে ৩৭ মারা গেছেন।


এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৮১ জনে। এ সময়ে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৯৯৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জনে।





Post Top Ad

Responsive Ads Here