
"একদিনে নতুন ৪৯ ডেঙ্গু রোগী হাসপাতালে, ৪৭ জনই ঢাকার | সময় সংবাদ"
নিজস্ব প্রতিবেদক
সারাদেশে গত ২৪ ঘণ্টায় অন্তত ৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৭ জনই ঢাকার বাসিন্দা। বাকি দুইজন অন্য জেলার।
এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ১ হাজার ১৬০ জন হয়েছে।
আরো পড়ুন> অনলাইনে এবার টিকিটের অভিযোগ পাইনি: রেলমন্ত্রী
শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বর্তামানে ১৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ৬ জন ঢাকার বাইরে এবং ১৪৫ জন ঢাকাতে চিকিৎসাধীন। এ পর্যন্ত মোট ১ হাজার ৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এবং একজন মারা গেছেন।
