মোংলায় মৎস্য ঘের থেকে হঠাৎ গ্যাস ওঠা শুরু, চলছে রান্না-বান্নাও | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুলাই ০২, ২০২২

মোংলায় মৎস্য ঘের থেকে হঠাৎ গ্যাস ওঠা শুরু, চলছে রান্না-বান্নাও | সময় সংবাদ

 

"মোংলায় মৎস্য ঘের থেকে হঠাৎ গ্যাস ওঠা শুরু, চলছে রান্না-বান্নাও | সময় সংবাদ"

বাগেরহাট প্রতিনিধি 


বাগেরহাটের মোংলায় মৎস্য ঘের থেকে হঠাৎ গ্যাস বের হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার উপজেলার মিঠাখালী ইউপির মধ্যপাড়া এলাকার দেলোয়ার হোসেনের মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে। 

 

ঘের মালিক দেলোয়ার হোসেন বলেন, ‘বৃহস্পতিবার সকালে ৩ বিঘা জমিতে বালু ফেলার জন্য মৎস্য ঘেরে পাইপ বসানোর সময় হঠাৎ গ্যাস ওঠা শুরু হয়। ৫০ ফুট উচ্চতায় গ্যাস, বালু ও পানি উঠতে থাকে। তাৎক্ষণিকভাবে একটি ড্রাম দিয়ে পাইপ লাইন বসানো হয়। সেই লাইন থেকে আমরা এখন রান্নার কাজ করছি। পাঁচ-ছয় বছর আগেও এ মৎস্য ঘের থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলার জন্য পাইপ বসালে তখনও গ্যাস ওঠে। এরপর বালু তোলার কাজ বন্ধ করে দেই। এখন দেখি সেখান থেকে আবারো গ্যাস উঠছে।’


দেলোয়ারের স্ত্রী সুফিয়া খাতুন মিম বলেন, ‘এ ঘেরে বালু তুলতে পাইপ লাগিয়েছিল। কিন্তু সেখান থেকে এখন গ্যাস উঠছে। এখন গ্যাস দিয়ে রান্না-বান্না করছি।’


দক্ষিণ চাঁদপাইয়ের এক বাসিন্দা বলেন, ‘আমরা শুনেছি এ এলাকার একটি মৎস্য ঘের থেকে গ্যাস উঠছে। পরিবার নিয়ে দেখতে এলাম। এসে সত্যিই দেখি গ্যাস দিয়ে তারা রান্না-বান্না করছেন।


স্থানীয় ইউপি সদস্য উকিল উদ্দিন ইজারাদার বলেন, ‘পাঁচ-ছয় বছর আগে থেকে গ্যাস ওঠে। কিন্তু কেউ কখনো মূল্যায়ন করেনি। কী পরিমাণ গ্যাস আছে তা বলতে পারছি না। দ্রুত সরকারের ব্যবস্থা নেয়া প্রয়োজন। না হলে যে কোনো সময় বড় ধরনের ক্ষতি হতে পারে।’


ইউএনও কমলেশ মজুমদার বলেন, ‘ঘটনাটি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হবে।




Post Top Ad

Responsive Ads Here