![]() |
মুজিবনগরে হেরোইনসহ ২ জন আটক | সময় সংবাদ |
মেহের আমজাদ,মেহেরপুর:
মুজিবনগরে পৃথক দুটি অভিযান চালিয়ে ৭ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করেছেন মুজিবনগর থানা পুলিশ। আটকৃতরা হলো, মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের জাকিরুল ইসলাম ওরফে জাকিরের ছেলে নাহিদ হোসেন (২৬) ও একই উপজেলার আনন্দবাস গ্রামের খোদা বকসের ছেলে স্টেু বিশ্বাস (৪৭)।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার সন্ধ্যার দিকে মুজিবনগর থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমারের নেতৃত্বে পুলিশের একটি ইউনিট আনন্দবাস গ্রামে অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ সেন্টু বিশ্বাসকে আটক করেন।
এছাড়া মুজিবনগর থানার এসআই ইসরাফিল হোসেনের নেতৃত্বে অপর একটি অভিযানে মোনাখালি গ্রামের জাকিরুল ইসলাম ওরফে জাকিরের ছেলে নাহিদ হোসেনকে ৪ গ্রাম হেরোইনসহ আটক করেন।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ৮(ক) ধারায় পৃথক দুটি নিয়মিত মামলা দিয়ে গতকাল সোমবার (৪ জুলাই) আটকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।