কুষ্টিয়ায় শিক্ষার্থীকে কুপিয়েছে কিশোর গ‍্যাং বখাটে রিফাত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ০১, ২০২২

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে কুপিয়েছে কিশোর গ‍্যাং বখাটে রিফাত | সময় সংবাদ

 

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে কুপিয়েছে কিশোর গ‍্যাং বখাটে রিফাত | সময় সংবাদ
কুষ্টিয়ায় শিক্ষার্থীকে কুপিয়েছে কিশোর গ‍্যাং বখাটে রিফাত | সময় সংবাদ

মোঃ হাবিবুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: 

কুষ্টিয়া জেলার  মিরপুর উপজেলা হালসা আদর্শ ডিগ্রি কলেজের  ডিগ্রীর ছাত্র শিমুল আহমেদকে হালসা রেলওয়ে প্লাটফর্মে ৩০ শে জুন ২০২২ ইং বৃহস্পতিবার বিকেলে এলোপাতাড়ি  কুপিয়ে মৃত ভেবে চলে যায়  স্থানীয় কিশোর গ্যাং নেতা রিফাত সহ ১০/১৫ জনের একটি  দল। 


স্থানীয় হালসা ক্লিনিকে চিকিৎসা দেওয়া উন্নত চিকিৎসার  জন্য  শিমুলকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । সেখানে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। শিমুলের পরিবারের দাবি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করা, এই রকমের জঘন্যতম অপরাধ যেন আর করতে না পারে সমাজের বখাটে ছেলেরা। 


জানা যায় পূর্ব শত্রুতা জের ধরে শাকদহচর গ্রামে ইউনুসের ছেলে রিফাত তার সাথীদের নিয়ে কুর্শা ইউনিয়ন ইশালমারী গ্রামের দরিদ্র দিন মুজুরী ছেলে শিমুলের উপর হঠাৎ করে হামলা করে দেশীয় অস্ত্র দিয়ে।মিরপুর থানা ওসি গোলাম মোস্তফা জানায়, অভিযোগ তদন্ত করে  কঠোর হস্তে কিশোর গ্যাং এর সদস্যদের দমন করা হবে।


Post Top Ad

Responsive Ads Here