ফরিদপুর প্রতিনিধি
দেশের সবচাইতে বড় টিভি চ্যানেল হিসেবে এনটিভি দেশ ও জাতির কল্যানে বলিষ্ঠ ভূমিকা রাখছে বলে এনটিভির ২০তম জন্ম দিনে অংশ নিয়ে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান সহ অন্য বিশিষ্টজনরা মন্তব্য করলেন।
রবিবার সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে সম্মেলন কক্ষে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ কবিরুল ইসলাম সিদ্দিকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মোঃ আলিমুজ্জামান।
এনটিভির জেলা প্রতিনিধি সঞ্জিব দাসের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে ছিলেন বিশিষ্ট শিক্ষবিদ প্রফেসর মোঃ শাহজাহান, আরল্যান্ড প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক বিশ^জিৎ কুমার সাহা (তনু), বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, উঠোন পত্রিকার সম্পাদক মফিজ ইমাম মিলন, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি পান্না বালা, রাহাত খানঁ, কাউন্সিলর বিধান কুমার সাহা, নারী নেত্রী শিপ্রা গোস্বামী, আসমা আক্তার মুক্তা প্রমুখ।
আলোচনা সভায় আগত অতিথিরা এনটিভির উত্তর উত্তর সাফল্য কামনা করেন এবং এনটিভি সমাজের দর্পন হিসেবে কাজ করে আসছে এবং আগামী দিনেও এনটিভি সমাজের দর্পন হিসেবেই কাজ করবে।
এরআগে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুড়ে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়। এরপর সম্মেলন কক্ষে কেক কেটে এনটিভির ২০তম জন্মদিন পালন করেন অতিথিরা।
অনুষ্ঠানের শেষে মৌসুমী বিভিন্ন ফল ও মিষ্টি দিয়ে অতিথিদের আপ্যায়ন ব্যবস্থা করা হয়।

