মৃত্যুর আগে যে বার্তা দিয়েছিলেন তরুণ অভিনেতা কিশোর যা বলে | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ০৩, ২০২২

মৃত্যুর আগে যে বার্তা দিয়েছিলেন তরুণ অভিনেতা কিশোর যা বলে | সময় সংবাদ

 

"মৃত্যুর আগে যে বার্তা দিয়েছিলেন তরুণ অভিনেতা কিশোর যা বলে | সময় সংবাদ"

বিনোদন ডেস্ক


না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের অসমীয়া সিনেমার অভিনেতা কিশোর দাস। শনিবার (২ জুলাই) চেন্নাইয়ের একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।


জানা গেছে, ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন কিশোর। সম্প্রতি করোনায় আক্রান্ত হন তিনি। এরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। চিকিৎসকদের সব চেষ্টাকে বৃথা করে জীবনযুদ্ধে হেরে গেলেন তিনি। এ অভিনেতার মৃত্যুতে আসামের শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


এদিকে দিন দশেক আগেই মুক্তি পেয়েছে কিশোর অভিনীত সবশেষ সিনেমা ‘দাদা তুমি দুষ্টু বড়।’ হাসপাতালের বিছানায় শুয়ে চিকিৎসাধীন অবস্থাতেও সিনেমার প্রচারণা চালান তিনি।


গত ৯ জুন ভিডিও বার্তা দিয়ে নিজের অসুস্থতা ও সিনেমার বিষয়ে কথা বলেন কিশোর। এ বার্তাই তার জীবনের শেষ বার্তা হিসেবে রয়ে গেল।


কিশোর বলেন, আমি কিশোর দাস। আপনারা সকলেই জানেন, আমার ব্লাড ক্যানসার হয়েছে। চিকিৎসার জন্য মুম্বাইয়ে ছিলাম।


তিনি আরো বলেন, এখন পর্যন্ত যত কাজ করেছি, আপনারা সবাই আমার কাজকে গ্রহণ করেছেন। আমাকে দোয়া করেছেন। এ কারণেই আমার মনোবল শক্ত হয়েছে।


নিজের অভিনীত শেষ সিনেমা দেখার আহ্বান জানিয়ে দর্শকের উদ্দেশে এ অভিনেতা বলেন, আমার অভিনীত শেষ সিনেমার নাম ‘দাদা তুমি দুষ্টু বড়’। বেশ হাস্যরস ও রোমান্টিক একটি সিনেমা। আমার দৃঢ় বিশ্বাস, সিনেমাটি আপনাদের ভালো লাগবে। সবাই সিনেমাটি দেখবেন।


প্রসঙ্গত, খুব কম সময়েই অসমিয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করেছিলেন কিশোর। ‘বৃন্দাবন’, ‘প্রেম বন্ধকি’, ‘দাদা তুমি দুষ্টু বড়’সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দারও জনপ্রিয় মুখ ছিলেন কিশোর। টেলিভিশনে তার অভিনীত ‘বিধাতা ও বন্ধু’ সিরিয়ালটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এ ছাড়াও তিন শতাধিক মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে।




Post Top Ad

Responsive Ads Here