ঈদের আগে পদ্মাসেতুতে মোটরসাইকেল চলার সম্ভাবনা নেই | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ০৩, ২০২২

ঈদের আগে পদ্মাসেতুতে মোটরসাইকেল চলার সম্ভাবনা নেই | সময় সংবাদ

 

"ঈদের আগে পদ্মাসেতুতে মোটরসাইকেল চলার সম্ভাবনা নেই | সময় সংবাদ"

নিজস্ব প্রতিবেদক 


আসন্ন ঈদুল আজহার আগে পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।


রোববার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।


ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী গণভবন ও মন্ত্রিসভার সদস্যরা মন্ত্রিপরিষদ কক্ষ থেকে সভায় যুক্ত হন।


ঈদের আগে পদ্মাসেতুর ওপর দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে কিনা- এমন প্রশ্নের উত্তরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা নিয়ে সেতু কর্তৃপক্ষ কাজ করছেন। পদ্মাসেতুতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ ক্যামেরা বসবে। স্পিডগানও বসানো হচ্ছে। এগুলো বসলে তারপর সিদ্ধান্ত নেয়া হবে। তবে আমার মনে হচ্ছে, ঈদের আগে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া খুব ডিফিকাল্ট।





Post Top Ad

Responsive Ads Here