
সান্তাহারে ট্রেনের টিটিইকে কাজে বাধা ও মারধর করা মামলায় একজন গ্রেফতার | সময় সংবাদ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
দোলনচাপা ট্রেনে টি.টি.ইকে কর্তব্য কাজে বাধা ও মারধর সংক্রান্ত মামলায় সান্তাহার রেলওয়ে থানা পুলিশ শিমুল পাহান (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গত ১৬ আগষ্ট মঙ্গলবার বিকেলে ট্রেনে তাকে আটক করে সান্তাহার রেলওয়ে থানায় সোর্পদ করা হয়। গ্রেফতারকৃত শিমুল পাহান গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পুন্তাইর গ্রামের আব্দুল মজিদের ছেলে।
এ ঘটনায় দোলনচাপা ট্রেনের টি.টি.ই এমএম সাদিকুর রহমান বাদি হয়ে জিআরপি থানায় মামলা দায়ের করেন।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম জানান, গত মঙ্গলবার বিকেলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলনচাপা চলন্ত ট্রেনে টি.টি.ই এমএম সাদিকুর রহমান ট্রেনে অবস্থান করা যাত্রীদের টিটিক চেক করার সময় ট্রেন যাত্রী শিমুল পাহানের নিকট ট্রেনের টিকিট চাইলে শিমুল টিকিট করেননি বলে টিটিইর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।
এক পর্যায় টি.টি.ই এমএম সাদিকুর রহমানকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়। এসময় রেল পুলিশের সহযোগীতায় যাত্রী শিমুল পাহানকে আটক করে সান্তহার রেলওয়ে থানায় সোর্পদ করেন। গত বুধবার সকালে গ্রেফতারকৃত শিমুল পাহানকে আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি জানান।
