শাসন করতে যেয়ে মামার হাতে ভাগ্নে খুন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ২০, ২০২২

শাসন করতে যেয়ে মামার হাতে ভাগ্নে খুন | সময় সংবাদ

শাসন করতে যেয়ে মামার হাতে ভাগ্নে খুন | সময় সংবাদ


হাসানুর রহমান, ঝিনাইদহ:

ঝিনাইদহে শোলক (২৭) নামে এক ব্যক্তি তার চাচাত মামা খাইরুল ইসলাম ছোটনের লাঠির আঘাতে মৃত্যু বরণ করেছে। ছোটন ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের জাদুড়িয়া গ্রামের গোলাম রসুলের ছেলে।


স্থানীয়রা জানান, শোলক তার মায়ের সাথে প্রায়ই খারাপ আচরণ করে। এমন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে শোলকের চাচাতো মামা ছোটন এসে ঘরে দরজা দিয়ে তাকে মারধর করে। এতে ছোটনের মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়। অবস্থার অবনতি হলে গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে শুক্রবার বিকেলে তিনি মারা যান। মৃত শোলক জেলার হরিনাকুন্ডু উপজেলার ভবানীপুর গ্রামের মৃত সহিদুল ইসলামের ছেলে।


 বর্তমানে শোলক ও তার মা শহরের ব্যাপারী পাড়ার বাড়িতে বসবাস করতেন বলে জানা গেছে। এ ঘটনায় ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ ও সদর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


Post Top Ad

Responsive Ads Here