![]() |
সিরিজ বোমা হামলার প্রতিবাদে রাঙামাটিতে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ | সময় সংবাদ |
মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রতিনিধি:
বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশজুড়ে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে রাঙামাটি জেলা আওয়ামী লীগ ও সংযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৭ আগস্ট) বিকাল ৪টায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি কাঠালতলী হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপা টৌমুহনঅতে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে সংগঠনের নেতাকর্মীরা। রাঙামাটি জেলা, সদর, শহর আওয়ামী লীগের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা, সদর, শহরসহ বিভিন্ন ওর্য়ার্ড থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সমাবেশে সমবেত হয়েছেন।
সমাবেশে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাবেক কমিটির সহ-সভাপতি ও সাবেক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান।
জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি চিংকিউ রোয়াজার সভাপতিত্বে সভায় যুগ্ন-সাধারণ সম্পাদক রফিক তালুকদার, আইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো: হানিফ, সদস্য ও রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, শ্রমকিলীগের সাধারণ সম্পাদক শামছুল আলম, জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরীসহ জেলা, সদর, শহর, ওর্য়ার্ড আওয়ামীলীগ’র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

