আদমদীঘিতে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ২০, ২০২২

আদমদীঘিতে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার | সময় সংবাদ

 

আদমদীঘিতে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার | সময় সংবাদ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : 

বগুড়ার আদমদীঘিতে ইয়াবা ট্যাবলেটসহ আরিফুজ্জামান (২৭) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। 


গত ১৮ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যা আদমদীঘি পশ্চিম বাজার ব্রিজের নিকট জনৈক সজলের চা দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আরিফুজ্জামান আদমদীঘি থানাপাড়ার আইয়ুব আলীর ছেলে। এ ব্যাপারে উপ পরিদর্শক রাকিব হোসেন বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।


পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘির পশ্চিম বাজার ব্রিজের নিকট মাদক বেচাকেনা চলছে। এমন  গোপন সংবাদের ভিক্তিতে পুলিশের একটি টিম ওই স্থানে অভিযান চালিয়ে আরিফুজ্জামান নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করার পর তার শরীরে অভিনব কায়দায় পলিথিন কাগজে মোড়ানো ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত আরিফুজ্জামানকে আদালতে প্রেরন করা হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here