অপপ্রচার রোধে মাঠ পর্যায়ে দায়িত্বশীলদের ভূমিকা রাখতে হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ০৪, ২০২২

অপপ্রচার রোধে মাঠ পর্যায়ে দায়িত্বশীলদের ভূমিকা রাখতে হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী | সময় সংবাদ

 

"অপপ্রচার রোধে মাঠ পর্যায়ে দায়িত্বশীলদের ভূমিকা রাখতে হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী | সময় সংবাদ"

নিজস্ব প্রতিবেদক 


মুক্তিযুদ্ধ বিরোধী সাম্প্রতিক অপশক্তির গুজব ও অপপ্রচার রোধে মাঠ পর্যায়ে কর্মরতদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদফতরের সম্মেলন কক্ষে ‘বঙ্গবন্ধুর সমবায় দর্শন বাস্তবায়নে মাঠ পর্যায়ে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় কর্মকর্তা-কর্মচারীদের এ আহ্বান জানান প্রতিমন্ত্রী। 



প্রধান অতিথির বক্তব্যে স্বপন ভট্টাচার্য্য বলেন, স্বাধীনতার আদর্শ বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। জাতির পিতার স্বপ্ন ছিল একটি সমতা ভিত্তিক বৈষম্যহীন ও দারিদ্যমুক্ত বাংলাদেশ। আজ আমরা প্রযুক্তিগত শিক্ষায় এগিয়ে যাচ্ছি, চিকিৎসা ও অবকাঠামোসহ সব সূচকে দেশের উন্নয়ন লক্ষ্যণীয়। 


তিনি বলেন, উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখতে হবে। দেশ যেন কোনোভাবেই দুষ্টুচক্রের হাতে চলে না যায়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। 


প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নতি এখন সারা বিশ্বেই আলোচনার বিষয়। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিক শক্তিতে পরিণত হয়েছে।


বাংলাদেশ উপজেলা সমবায় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি  মো. তারিকুল ইসলাম এর সভাপতিত্বে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো.মশিউর রহমান এনডিসি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।



Post Top Ad

Responsive Ads Here