ফরিদপুরে মধ্যরাতে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র নিয়ে হাজির এসপি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারী ১৮, ২০২৩

ফরিদপুরে মধ্যরাতে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র নিয়ে হাজির এসপি

 


সঞ্জিব দাস, ফরিদপুর :  

ফরিদপুরে শীতের তীব্রতা বেশি থাকায় মধ্যরাতে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র নিয়ে হাজির হলেন এসপি। শহরের টেপাখোলা মাদ্রাসা, আরামবাগ এতিমখানা, ফরিদপুর রেলওয়ে স্টেশন, পুরাতন বাস স্ট্যান্ডসহ বিভিন্ন খোলা জায়গায় ঘুমিয়ে থাকা অসহায় এই সব মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন পুলিশ সুপার মোঃ শাহজাহান। 


বুধবার মধ্যরাতে কয়েকশো অসহায় দুস্থদের এই সহযোগিতা করেন তিনি। 


কম্বল বিতরণ কালে পুলিশ সুপার মো. শাহজাহান (পিপিএম-সেবা) ছাড়াও তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এম এ জলিল, ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর, ওসি (অপারেশন) আব্দুল গফফার, ডিবির অফিসার ইনচার্জ মামুনুর রশিদ সহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। 


উল্লেখ্য গত কয়েকদিন যাবত জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ শাহজাহান অসহায় মানুষদেরকে কম্বল বিতরণ করে চলছেন। বিশেষ করে মধ্যরাতে তিনি কম্বল নিয়ে ছুটছেন বিভিন্ন খোলা জায়গায় থাকা অসহায় মানুষের কাছে।  

Post Top Ad

Responsive Ads Here